This website writes about some famous people in India. Which is called the powerhouse of India. And by following their ideals, billions of people around the world have been able to improve their lives.

HOW TO BECOME A SUCCESSFUL MAN?


  • If you know these five things then you can easily achieve success in your life.

                           


  • We all know that human beings are the best creatures.  And I also know why human beings are the best creatures.  Because in the millions of lives in the living world, only human beings have modern knowledge, intellect, thoughts, feelings, sympathy, kindness, emotion, the power to create something new.  Basically for all these qualities man is called the best creature of creation.  


  • But even in the condition of having all these qualities inside man, man cannot apply it properly.  Even if he gets the badge of the best creature then he has no value.  So people need to follow certain paths to prove their superiority to the world.  People have to have certain qualities.  However, in order to acquire all these qualities, strict austerities are required.  However, only those who can achieve success in this austerity will be able to show excellence.


  •   Let's take a look at what those qualities are - 

  • (1) Honesty: - 

                               

  • Honesty is a great quality.  It is very important for a person to have honesty inside.  Because one person will trust another only when they find a place of honesty in each other.  Honesty breeds faith in people.  So if you can achieve honesty, people reach one step ahead of success.  

  • (2) - Patience strength: - 
                           


  • In order to achieve success in life, one has to face many problems from time to time.  Because the way to success is very difficult.  So never be impatient.  Instead, we need to be patient and find a solution to those problems in a cold head.  And when there is impatience, weakness is created inside man, as a result of which man comes close to success and becomes defeated. 

  •  (3) To fail or to make a mistake: 
                         

   
                             
  • There is a saying that a new one is born from a mistake.  The more mistakes a person makes, the more he can learn.  Man can take advantage of himself and for the second time in his life he never makes those mistakes.  So even if you make a mistake again and again, you should not stop trying, but keep trying until success comes.  If you try this way, you will see that the mistakes have become all right at once.  Which helps people succeed.  

  • (4) Hard work: - 
                         


  • Hard work is the key to success.  So to achieve something we need to set a goal.  And you have to work hard until you reach that goal.  Then the race for success can be reached.  

  • (5) Positive thinking: - 
                         



  • Positive thinking provides a kind of energy or recklessness inside a person.  As a result, people's ability to work increases and people achieve success quickly.  So you should never keep weak thoughts in your mind. 

  •  So it is possible to achieve success in life only if you can possess all these qualities.  In order to prove ourselves the best to the world, we must acquire all these qualities through rigorous austerities.

  • বাংলা অনুবাদ ঃ  



  • এ পাঁচটি বিষয় সম্পর্কে জানলে আপনি অবশ্যই সহজেই আপনার লাইফে সাফল্য জন করতে পারবেন। 


                                 

  • মানুষ সৃষ্টির সেরা জীব এটা আমারা সকলেই জানি। আর কেন মানুষ সৃষ্টির সেরা জীব সেটাও জানি। কারন জীব জগৎতের লক্ষ লক্ষ জীবনের ভিতরে কেবল মানুষের ভেতরে রয়েছে আধুনিক জ্ঞান, বুদ্ধি, চিন্তা -ভাবনা,অনুভূতি, সহানুভূতি, দয়া-মায়া,  আবেগ, নতুন কিছু তৈরি করার চিন্তা শক্তি। মূলত এই সব গুনের জন্য মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। 


  • কিন্তু মানুষের ভিতরে এই সব গুণ থাকার শর্তেও মানুষ তার সঠিক প্রয়োগ করতে পারে না। তখন শ্রেষ্ঠ জীবের তকমা পেলেও তার কোনো দাম থাকে না। তাই মানুষকে পৃথিবীর কাছে শ্রেষ্ঠত্ব প্রমাণ দিতে হলে কিছু নির্দিষ্ট পথ অনুসরণ করা প্রয়োজন । মানুষকে হতে হয় কিছু  গুনাবলির অধিকারী। তবে এই সব গুণাবলি অর্জন করতে হলে প্রয়োজন কঠোর তপস্যার। তবে এই তপস্যায় যারা সফল্য অর্জন করতে পারবে শুধু মাত্র তারাই পারবে শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে। 


  • চলুন দেখে নেওয়া যাক সেই সব গুণাবলি গুলো কী কী-

  •  (১) সততাঃ - 

                             
  • সততা মহৎ গুন। একটি মানুষের ভিতরে সততা থাকাটা অত্যান্ত জরুরি। কারন এক জন মানুষ আরেক জনকে তখনই বিশ্বাস করবে যখন তারা একে অপরের মধ্যে সততার একটা জায়গা খুঁজে পাবে। সততাই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয়। তাই সততা অর্জন করতে পারলে মানুষ সাফল্যের এক ধাপ আগে পৌঁছে যায়। 


  • (২)- ধৈর্য শক্তিঃ- 

                       

  • জীবনে সাফল্য অর্জন করতে হলে অনেক সমায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারন সাফল্যের পথ অনেকটা কঠিন হয়। তাই কখনো ধৈর্যহারা হলে চলবে না। বরং ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সেই সব সমস্যার সমাধান খুজতে হবে। আর ধৈর্যহীন হলে মানুষের ভিতরে তৈরি হয় দূর্বলতা যার ফলে সাফল্যের কাছাকাছি এসে মানুষ পরাজয় হয়ে যায়।

  •  (৩) ব্যার্থ হওয়া বা ভুল করা ঃ 

                                     

  • কথায় আছে ভুল থেকেই জন্ম হয় নতুনের। যে মানুষ যতো বেশি ভুল করে সে ততো বেশি শিখতে পারে। মানুষ নিজেকে সূদরে নিতে পারে এবং জীবনে দ্বিতীয় বার সে ঐ ভুল গুলো কখনোই করে না। তাই বারবার ভুল হওয়ার শর্তেও চেষ্টা থামালে চলবে না বরং বারংবার চেষ্টা চালিয়ে যেতে হবে যতখন না সাফল্য আসে। এই ভাবে চেষ্টা করতে থাকলে দেখা যাবে ভুল গুলো একসময় সব সঠিক এ পরিনত হয়েছে। যেটি মানুষকে সফল হতে সাহায্য করে।


  •  (৪) কঠোর পরিশ্রম ঃ- 

                               
  • কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। তাই কোনো কিছু অর্জন করতে হলে আমাদের প্রয়োজন একটি লক্ষ্য  স্থির করা। আর যতক্ষণ না সেই লক্ষ্যে পৌছানো যায় ততক্ষণ কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে সাফল্যের দৌড় গড়ায় পৌছানো যাবে।


  • (৫) পজিটিভ থিংকিং ঃ- 

                           

         
  • পজিটিভ থিংকিং মানুষের ভিতরে এক ধরনের শক্তি বা উদ্দামের জোগান দেয়। যার ফলে মানুষের কাজ করার শক্তিটা বেড়ে যায় এবং মানুষ তাড়াতাড়ি সফলতা অর্জন করে। তাই কখনোই মনের ভিতরে দূর্বল চিন্তা ভাবনা রাখা উচিৎ নয়। 


  • তাই এই সব গুনাবলির অধিকারী হতে পারলেই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। পৃথিবীর কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে হলে, কঠোর তপস্যার মাধ্যমে আমাদের এই সব গুণাবলি অর্জন করা উচিৎ ।

8 comments:

  1. That is a very useful blog. Great work, keep it up!

    ReplyDelete
  2. Just realised you're an engineering student, very nice to meet you too! I am planning to pursue a medical degree.

    ReplyDelete
  3. Very Nice Article. Thanks For Sharing Information. Blogging Tips

    ReplyDelete
  4. https://www.anewblogs.com/post/cheap-domain-and-hosting-platform-for-beginners

    Visit to get free hosting and domain get refund after 15 days

    ReplyDelete

Do you have any doubt let me know

Do you know who was the greatest saint of all time in the history of India?

>>The story of one of the greatest saints of all time.                 India is the name of a country in the world of religious ritual...

Know some Interesting about my country