This website writes about some famous people in India. Which is called the powerhouse of India. And by following their ideals, billions of people around the world have been able to improve their lives.

Why 7th may is an ever memorable day for Bengalis?

>> 7th may is the best day of the glorious chapter of Bengali and India.


                         


  • 7th May 1861 ( 25th in bengali month of baishakh) is a glorious historical day in Bengali and undivided India.  On this day, the glorious poet Rabindranath Tagore was born in the holy land of India.  He was born in Kolkata to the Jaroshakh Tagore family.  He is known not only in India but all over the world as a world poet.


                               


  • Today is the 25th Baishakh 1427( Baishakh is bengali year), the 159th birth anniversary of the poet.  So this day in particular is a very important day for the Bengali nation.  To commemorate this day, the Bengalis celebrate a variety of stylish festivals to commemorate the poet's achievements among people all over the world.  As well as being a poet, he was also a man of very liberal humanity.  That is why every year on this day many people from home and abroad gather at Shanti Niketan to pay their respects to Rabindranath Tagore.  Poet Rabindranath Tagore was a man of many talents.  He is credited with being a poet, writer, novelist, lyricist, composer, playwright, painter, children's story, etc.  He is also the first person in Asia to receive the Nobel Prize.  That is why this day repeatedly reminds the Bengali nation of his glorious contribution.




  •   So this day is a festive day for every Bengali.  A day of reunion of Bengalis.  On this day, the Bengali nation, irrespective of religion and caste, unites and organizes festivals and sets a unique example to the whole world.


                             


  •  Great deeds and generous people never die but they live in the hearts of millions of people for thousands of years.  One of the examples of this is Rabindranath Tagore.  He is still immortal in the hearts of millions of people 159 years after his death.


বাংলা অনুবাদঃ  

>>২৫শে মে, বাঙ্গালী তথা গোটা ভারতবর্ষের গৌরবান্বিতচিরস্মরণীয় দিন।   

                             


  • ২৫ শে বৈশাখ ১২৬৮ ( ইংরেজি  7th may 1861 সাল)  বাংঙ্গালি তথা অবিভক্ত ভারতবর্ষের অন্যতম গৌরবময় ঐতিহাসিক একটি দিন। এই দিনে ভারতবর্ষের পবিত্র মাটিতে জন্ম নিয়েছিল গৌরবময় কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জন্মস্থান কোলকাতা জড়োশাখ ঠাকুর পরিবারে। তিনি শুধু ভারতবর্ষের নয় বরং গোটা বিশ্বের, বিশ্বকবি নামে খ্যাত।


                             


  • আজ ২৫শে বৈশাখ ১৪২৮ কবিগুরুর ১৫৯ তমো জন্মবার্ষিকী। তাই বিশেষ করে এই দিনটি বাংঙ্গালী জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি বাঙ্গালীরা চিরস্মরণীয় করে রাখার জন্য এবং গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষের মধ্যে কবিগুরুর কৃতিত্বকে স্মরন করিয়ে দেওয়ার জন্য নানান রকমের আড়ম্বরপূর্ণ উৎসবের উদযাপন করে থাকে। তিনি কবি হওয়ার সাথে সাথে খুবই উদার মানুষিকতার মানুষও  ছিলেন। যে জন্য প্রতিবছর এই দিনে  দেশ-বিদেশ থেকে বহু মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে শান্তি নিকেতনে ভিড় জমায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিভাবান একজন ব্যাক্তি ছিলেন। তিনি একাধারে কাব্যিক, সাহিত্যিক, উপন্যাসিক,গীতিকার, সুরোকার,নাট্যকার,চিত্রশিল্পী, ছোটোদের গল্প ইত্যাদি বিষয়ে কৃতিত্ব রেখে গেছেন। এছাড়া তিনি এশিয়ার ভিতরে প্রথম ব্যাক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাইতো আজকের দিনটি বারবার বাঙ্গালী জাতিকে স্মরণ করিয়ে দেয় তাঁর গৌরবান্বিত অবদানের কথা।




  • তাই এই দিনটি প্রতিটি বাঙ্গালীর কাছে উৎসবে মোড়া মুখরিত একটি দিন। বাঙ্গালির নবজাগরণের মিলনমেলার একটি দিন। এই দিনে বাঙ্গালী জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একজোট হয়ে উৎসবের আয়োজন করে এবং গোটা বিশ্বের কাছে এক অনান্য দৃষ্টান্ত স্থাপন করে।


                               


  • মহৎ কর্ম ও উদার ব্যাক্তিদের কখনো মৃত্যু হয় না বরং তাঁরা বেঁচে থাকে কোটি মানুষের হৃদয়ে হাজার হাজার বছর ধরে। সেটির একটি অন্যতম উদাহরণ হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তাঁর মৃত্যুর ১৫৯ বছর পরেও অমর হয়ে আছেন কোটি মানুষের হৃদয়ে।

2 comments:

Do you have any doubt let me know

Do you know who was the greatest saint of all time in the history of India?

>>The story of one of the greatest saints of all time.                 India is the name of a country in the world of religious ritual...

Know some Interesting about my country