This website writes about some famous people in India. Which is called the powerhouse of India. And by following their ideals, billions of people around the world have been able to improve their lives.

Do you know why people love city of kalkata

 কেনো কোলকাতাকে রূপের লাবণ্য বলা হয়??     আপনি কোলকাতা সম্পর্কে জানলে অবাক হবেন।   
                   
    

কোলকাতা হলো ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত  রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী । এটি  যদিও ভারতবর্ষের পূর্বদিকে অবস্থিত তবুও এটিকে পশ্চিম বঙ্গ বলা হয়ে থাকে। যখন ব্রিটিশরা ভারতবর্ষে সাশন করতো তখন কার ভারতবর্ষের রাজধানী ছিলো এই কলিকাতা। পরে ভারত স্বাধীন হওয়ার পারে এই রাজ্যের নাম হয় পশ্চিম বঙ্গ। রাজধানী কোলকাতায় প্রায় ৫০  লক্ষ্য মানুষ বসবাস করে। এদের মধ্যে অধিকাংশ মানুষের ভাষা হলো বাংলা। এই কোলকাতাতে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে,  যেগুলো কোলকাতাকে করে তুলেছে স্বপ্নের মায়াপুরি। এই ঐতিহাসিক স্থানগুল হল যেমন ; Victoria Palac,  Eden Garden Stadiu,  Birla Mondir,  Indian Museu,  st. Paul's Cathedra,  Dokhineswar Mondir, Belur Moth etc. এই শহর  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শহর। এই শহর সাধারণ মানুষের স্বপ্ন পুরনের শহর। এই শহরের মুগ্ধতায়  মুগ্ধ গোটা পৃথিবী।  কোলকাতা শহর এর মায়ার জালে মুগ্ধ হয়ে প্রতি বছর এই শহর এ ভির জমাই  লক্ষ্য লক্ষ্য বিদেশি ভ্রমণ প্রিয় মানুস। আর এই কোলকাতা শহর ভারতবর্ষের অন্যান্য শহরের মতো একটি ব্যাস্তময় বাস্তব মুখি শহর। তাই আপনাদের সবাই কে আমাদের এই মায়াপুরিতে আসার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।


English translation:

Why Calcutta is called beauty of  form??   
You will be really surprised to know.

                                 
   
                   



 

Kolkata is the capital of the state Shichimba, located on the eastern side of India.  Although it is located in the eastern part of India, it is called West Bengal.  Calcutta was the capital of India when the British ruled in India.  Later, India may become independent.  About 50 lakh people live in the capital Calcutta.  Bengali is the language of most of them.  There are many historical places in this Calcutta, which have made Calcutta the dream Mayapuri.  These historic sites are such as;  Victoria Palac, Eden Garden Stadiu, Birla Mondir, Indian Museu, st.  Paul's Cathedra, Dokhineswar Mondir, Belur Moth etc.  This city is the city of the world poet Rabindranath Tagore.  This city is the city of fulfilling the dreams of common people.  The whole world is fascinated by the charm of this city.  For this every year the huge numbers of  Foreign visitors comes to visit the city , fascinated by the city of beauty  of Kolkata.  And this city of Calcutta is a busy real city like any other city in India.

So all of you are invited to come to this Mayapuri, thank you.

No comments:

Post a Comment

Do you have any doubt let me know

Do you know who was the greatest saint of all time in the history of India?

>>The story of one of the greatest saints of all time.                 India is the name of a country in the world of religious ritual...

Know some Interesting about my country