This website writes about some famous people in India. Which is called the powerhouse of India. And by following their ideals, billions of people around the world have been able to improve their lives.

Why Bengali festival is called the best festival in the world ??

 Take a look at all the wonderful festivals of wonderful Bengalis.




  • We all know that no human can live alone.  In order to lead a healthy life and survive in a society, every group of people has to live in a closed society.  Moreover, it is not possible for a person to have a healthy mind just by living in a grouped society.  So human beings need five basic needs (food, clothing, shelter, medicine, education) as well as different types of entertainment for entertainment.  And  people usually get this entertainment  through cultural events.  And when it comes to this entertainment, culture, the first thing that comes to my mind is one of the nations. That's no  other nation, that is my favorite Bengali nation.  Yes, it is the Bengalis who organize the most festivals for their entertainment.  They organize thirteen types of festivals a year.  That is why this nation is called the nation of thirteen festivals in twelve months.
  •  Durga Pujo is the most glorious event in this thirteenth festival.                       
  •  In this Durga Pujo ceremony, every Bengali nation gets dressed in a new form, forgets all kinds of filth, forgets the differences and embraces the new by embracing each other.  Besides, there are Kali Pujo, Lakshi Pujo, Swarasati Pujo, Ganesha Pujo, Kartik Pujo etc.  These are usually part of the rituals of Hindus.                       
  • There are also Eid-ul-Fitr, barely quotes, etc. of the Muslim brothers.  Besides, ceremony of Christmas day for the followers of Christianity and various religious ceremonies for the followers of Buddhism.  And in these ceremonies, all of us, people of religion, irrespective of religion, caste and creed, celebrate together.  
  • And we all have a lot of fun together at these events. So if you want to see the real celebration of the festival, you also have to come to my Bengal, you have to mix with my Bengali nation.  Thank you everyone.


                               


 বাংলা অনুবাদঃ 


দেখে নিন বিস্ময়কর বাঙালির অবিশ্বাস্য যত সব উৎসব



আমরা সবাই জানি যে কোনো মানুষ একা বাস করতে পারে না। সুস্থ জীবন ধারণ ও সমাজে টিকে থাকার জন্য প্রত্যেকটা মানুষের গোষ্ঠি বদ্ধ একটা সমাজে বসবাস করতে হয়। তাছাড়া শুধু গোষ্ঠী বদ্ধ সমাজে বসবাস করলেই যে মানুষ সুস্থ মস্তিষ্কের হয় এমনটাও সম্ভব নয়। তাই মানুষের পাঁচটি মৌলিক চাহিদার ( খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা) সাথে সাথে মনোরঞ্জন এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের আমোদ-প্রমোদ। আর এই আমোদ-প্রমোদ মানুষ সাধারণত পেয়ে থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আর এই আমোদ-প্রমোদ, সাংস্কৃতির কথা বলতে গেলে আমার সর্বপ্রথম মাথায় আসে একটা অন্যতম জাতির কথা, না অন্য কোনো জাতি নয় সেটা হলো আমার প্রিয় বাঙ্গালী জাতি। হ্যাঁ, বাঙ্গালীরাই তাদের মনোরঞ্জনের জন্য সবথেকে বেশি উৎসবের আয়োজন করে। এরা বছরে তেরো ধরনের উৎসবের আয়োজন করেন। তাইতো এই জাতিকে বলা হয় বারো মাসে তেরো পার্বণের জাতি। এই তেরো পার্বণের ভিতরে সব থেকে জমজমাট অনুষ্ঠানটি হলো দূর্গা পূজো।




                         





এই দূর্গা পূজো অনুষ্ঠানে প্রত্যেকটি বাঙ্গালী জাতি নব রূপে সজ্জিত হয়ে সমস্ত রকমের গ্লানি ভূলে ভেদাভেদ ভূলে একে অপরের  আলিঙ্গনের মাধ্যমে নতুনকে আপন করে নেয়। তাছাড়াও রয়েছে কালি পূজো, লক্ষি পূজো, স্বরসতী পূজো, গণেশ পূজো, কার্তিক পূজো ইত্যাদি। এগুলো সাধারণত হিন্দু ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানের অংশ।



                           





এছাড়াও রয়েছে মুসলিম ধর্ম  অবলম্বী ভাইদের ঈদুল ফিতর, সবে বরাত ইত্যাদি। এছাড়া খ্রীস্ঠান ধর্ম অবলম্বীদের বড় দিন ও বৌদ্ধধর্ম  অবলম্বীদের বিভিন্ন ধরনের  ধর্মীয় অনুষ্ঠান।



                           




আর এই অনুষ্ঠান গুলোতে  অমরা সকলে ধর্মের মানুষ  ধর্ম -বর্ন - জাতি নির্বিশেষে সবাই একসাথে উৎযাপন করি। তাই প্রকৃত উৎসবের সমারোহ দেখতে হলে আপনাকেও আসতে হবে আমার এই বাংলাতে, মিশতে হবে আমার এই বাঙ্গালী জাতির সাথে। ধন্যবাদ সবাইকে।


                         

2 comments:

Do you have any doubt let me know

Do you know who was the greatest saint of all time in the history of India?

>>The story of one of the greatest saints of all time.                 India is the name of a country in the world of religious ritual...

Know some Interesting about my country