This website writes about some famous people in India. Which is called the powerhouse of India. And by following their ideals, billions of people around the world have been able to improve their lives.

WHY MAN IS THE BEST MISTAKE OF THE CREATOR'S CREATIO ??

If you want to know about the strange creatures of the Creator's creation, please read the blog :

         





  • Our world is a wonderful creation of the Most Merciful Creator (God).  What a strange thing!  The Creator has given some wonderful elements to decorate this world with wonderful beauty, along with creation.  Those elements are such as;  Trees, hills, rivers, canals, sea, water, air, forest, light etc.  Just as a woman wears various ornaments on her body to attract others to her beauty, so these elements of the world are no less than those ornaments of a woman.  That is why nature lovers have repeatedly described the world as an example of an innocent woman.

  •  In describing this form of the earth, there is no mention of another wonderful creation of the Creator.  That is nothing but the "human race", the twisted creature of our civilization.  The Creator has given this man many times within the nation, has given creative thinking power.  For which, we human beings today have learned to proudly say “we are the best creatures of creation”.  But the sad thing is that today I am ashamed to call myself the best creature of creation.  Today I think I know why, the biggest mistake of the creator is to create the creature called man.

  •   The Creator may not have realized that this despicable nation called man could one day hand over the midwife (earth) to the rapist to be repeatedly raped.  At the time of our creation, the Creator did not discriminate on the basis of caste, creed or religion.  He did not say that the strong will oppress the weak forever.  It also did not say that people play Holi with human blood.  Even then, we continue to do all these things.  We have built a strong wall of racial hatred within ourselves.  Where the Creator created this world for the enjoyment of all nations, we have torn this world to pieces and drawn the borders of different countries.

  •   Where the Creator is repeatedly giving birth to new souls, we human beings go against the Creator and make various deadly weapons, insulting the Creator and snatching away the fresh souls.  And all this is possible for our advanced brain.  There is a saying that if a person gets more than he needs, he often loses his inner self.  In the same way, man, obsessed with discovery for his advanced brain, is constantly creating traps to kill people.  And he continues to kill the being inside him by strangling him.  In the midst of all this, people try to prove themselves the best, but at the end of the day, people are showing stupidity.

  •  Today, we, the human race, are constantly destroying the elements that give beauty and beauty to the world.  As if any evil is pulling from a woman's body and tearing her ornaments.  In the same way today we human beings have brought the world to that stage.

  •  I don't know why today, I think people are trying to correct the mistake that the Creator has made for the creation of a nation.  That is why today all the people of the world have cornered the nation in the corner of the house.  And in the form of the coronavirus, the plague that plagued the Creator Himself, all human beings have become involved in the death game of the nation.

  •  My request to each of you is to please read the blog and try to understand the essence of Gul.  Thank you everyone.

  • বাংলা অনুবাদঃ

  • সৃষ্টিকর্তার সৃষ্টির এই অদ্ভুত জীবটি সম্পর্কে জানতে হলে পড়তে  হবে এই ব্লগটি।    

  • পরম করুনাময় সৃষ্টিকর্তার ( ঈশ্বর) এক বিষ্ময়কর সৃষ্টি হলো আমাদের এই পৃথিবী। কী অদ্ভুত তাইনা! সৃষ্টিকর্তা এই পৃথিবীকে সৃষ্টির সাথে সাথে, এই পৃথিবীকে অপরূপ মাধূর্য্যে সজ্জিত করার জন্য দিয়েছে কিছু  বিষ্ময়কর উপাদান। সেই সব উপাদান গুলো হলো যেমন ;  গাছ-পালা, পাহাড় -পর্বত, নদী -নালা, সমূদ্র, জল, বায়ু, অরন্য, আলো ইত্যাদি। একজন নারী যেমন তাঁর সৌন্দর্য্যের প্রতি অন্যকে আকর্ষণ করানোর জন্য নিজের শরীরে বিভিন্ন ধরনের অলংকার ধারণ করে, তেমনি পৃথিবীর এই উপাদান গুলো নারীর সেই সব অলংকার থেকে কোনো অংশে কম নয়। তাইতো প্রকৃতি প্রেমিক মানুষগুলো বারবার এই পৃথিবীকে বর্ণনা করতে গিয়ে এক নিষ্পাপ নারীর দৃষ্টান্ত তুলে ধরেছে।

  • পৃথিবীর এই রূপের বর্ণনা করতে গিয়ে বলা হয়ে উঠেনি সৃষ্টিকর্তার আর একটি বিষ্ময়কর সৃষ্টির কথা। সেটি আর কিছুই নয়, সেটা হলো আমাদের সভ্যতার চাঁকা ঘুরানো প্রাণি " মানুষ জাতি" । সৃষ্টিকর্তা এই মানুষ জাতির ভিতরে দিয়েছেন অনেক গুন, দিয়েছেন সৃজনশীল চিন্তা শক্তি। যার জন্য, আমরা মানুষ জাতি আজ গর্ব করে বলতে শিখেছি " আমরা সৃষ্টির সেরা জীব"। কিন্তু দুঃখের বিষয় এটাই যে, আজকের দিনে দাড়িয়ে নিজেকে সৃষ্টির সেরা জীব বলতে লজ্জাবোধ হয়। আজ কেনো জানি মনে হয়, মানুষ নামক প্রাণীটিকে সৃষ্টি করা সৃষ্টিকর্তার সবথেকে বড়ো ভুল।

  • সৃষ্টিকর্তা হয়তো বুঝতে পারেনি যে, মানুষ নামক এই জঘন্য জাতিটি একদিন তাঁদের ধারণকারী  মাতৃস্বরূপ ধাত্রীকে ( পৃথিবী ) বারবার ধর্ষিত হওয়ার জন্য ধর্ষকের হাতে তুলে দিতে পারে। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সময় কোনো রকমের জাত-পাত,ধর্মে বর্ণের ভেদাভেদ করেননি। তিনি বলেননি চিরদিন  দূর্বলের উপরে সবলরা অত্যাচার করবে। এটাও বলেননি যে মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে। তারপরেও আমরা এই সব কাজগুলো নিরন্তর করে চলেছি। নিজেদের ভিতরে গড়ে তুলেছি জাতি বিদ্বেষ ভেদাভেদের এক শক্ত প্রাচীর।

  • যেখানে সৃষ্টিকর্তা এই পৃথিবীটাকে সমস্থ জাতিকে ভোগ করার জন্য গড়ে তুলেছে, সেখানে আমরা এই পৃথিবীটাকে টুকরো টুকরো করে আলাদা আলাদা দেশের সীমারেখা টেনে দিয়েছি। যেখানে সৃষ্টিকর্তা বারবার নতুন প্রাণের জন্ম দিয়ে চলছে, সেখানে আমরা মানুষ জাতি সৃষ্টিকর্তার বিরূদ্ধে গিয়ে নানানরকম মারন অস্ত্র তৈরি করে, সৃষ্টিকর্তার অপমান করে কেড়ে নিচ্ছি তাজা প্রাণ গুলোকে। আর এসব সম্ভব হচ্ছে আমাদের উন্নত মস্তিষ্কের জন্য। মুখে মুখে একটা প্রচলিত কথা আছে, যদি কেউ প্রয়োজনের থেকে বেশি কিছু পায়, তাহলে অনেক সময় সে তাঁর ভিতরে থাকা আপন সত্ত্বাটাকে হারিয়ে ফেলে। ঠিক তেমনি মানুষ তার উন্নত মস্তিষ্কের জন্য আবিষ্কারের নেশায় পাগল হয়ে প্রতিনিয়ত মানুষ মারার ফাঁদ তৈরি করে চলছে। আর নিজের ভিতরে থাকা সত্তাটাকে গলা টিপে হত্যা করে চলেছে। এসবের মধ্যো দিয়ে মানুষ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করলেও দিন শেষে মানুষই বোকামির পরিচয় দিচ্ছে। আজ আমরা মানুষ জাতি পৃথিবীর রূপ লাবণ্য ও সৌন্দর্য্য দানকারী উপাদান গুলোকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছি। যেমনটি কোনো দুষ্কৃতি কোনো নারীর শরীর থেকে টেনে ছিড়ে নিচ্ছে তাঁর অলংকার। ঠিক তেমনি আজ আমরা মানুষ জাতি পৃথিবীকে সেই পর্যায়ে নিয়ে এসেছি।

  • কেনো জানিনা আজ আমার মনে হচ্ছে, মানুষ জাতির মতো জাতি সৃষ্টির জন্য সৃষ্টিকর্তা যে ভুল করেছে, তা আজ সৃষ্টিকর্তা সূদরে নিতে চাইছে। তাইতো আজ পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে ঘরের কোণে কোণঠাসা করেছে পরম করুণাময়ী সৃষ্টিকর্তা । আর সৃষ্টিকর্তা নিজে তান্ডবকারী মহামারী করোনা ভাইরাসের রূপ নিয়ে, সমস্থ মানুষ জাতির মৃত্যু খেলায় মেতে উঠেছে।

  •  আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ দয়া করে ব্লগটি পড়ে কথা গুলের সারমর্ম বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment

Do you have any doubt let me know

Do you know who was the greatest saint of all time in the history of India?

>>The story of one of the greatest saints of all time.                 India is the name of a country in the world of religious ritual...

Know some Interesting about my country