হ্যা বাঙ্গালি সেই জাতি, যাদের বিষ্ময়কর অবদানকে সালাম জানায় গোটা বিশ্ব।।
বাঙ্গালী জাতির, মানুষকে বিশ্বের মিষ্টি মানুষ বলা হয়।আর এই বাঙ্গালী জাতির মানুষেরা বেশিরভাগ অলস প্রকৃতিই হয়ে থাকে । এই জাতি খুব ভোজনরসিক এবং খুবই আরামপ্রিয় হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বাঙ্গালীরা বিশাল বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয় । এই বাঙ্গালী জাতিরা বিশ্বজুড়ে অনেক খ্যতি অর্জন করছে।
রবীন্দ্রনাথ ঠাকুর হলে বাঙ্গালী জাতির এক অন্যতম মেরুদ, যাকে বিশ্বখ্যাত কবি বলা হয়। তিনি এশিয়ার প্রথম বাঙালি নোবেলবিদ। আর একজন বাঙালি নোবেলস্ট হলেন অমর্ত্য সেন যিনি অর্থনীতিবিদ হিসাবে পেয়েছেন নোবেল পেয়েছিলেন । সাতোজিৎ রে, আর একজন বাঙালি যিনি. ফ্লিম মেকার হিসাবে পরিচিত। তিনি প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসাবে অস্কার পুরস্কার পেয়েছিলেন। আরেকটি সত্য হ'ল বাংলা ভাষা হ'ল ফ্রান্সের ভাষার পরে বিশ্বের দ্বিতীয় মিষ্টি ভাষা। বিশ্বের প্রায় ২.৮ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে। বাংলা ভাষা হ'ল বাংলাদেশের মানুষের মাতৃভাষা। এছাড়াও এটি ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সরকারী ভাষা। বাঙালিদের কথা বলতে গেলে হয়তো আজকে লেখা শেষ হবে না। তাই আর বেশি কিছু লিখলাম না। এটি ছিল বাঙালিদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট। সুতরাং, আপনি যদি বাঙ্গালী মানুষকে ভালোবাসেন তবে এই ব্লগটি পড়ুন। ধন্যবাদ সবাইকে.
English Translation:
Yes, Bengalis are that nation. for their wonderful contribution the world salute them.
the Nation of bengali people are called the sweets people in the world. The most of the bengali people are lazy. They are love to eat and love to sleep. But the most important thing is the bengalis are huge intelligent.
the bengali peoples are achieve success in all over the world. Rabindranath Tagore is the bengali poet called world famous poet. He is the first Bengali Nobelist in Asia. The another Bengali Nobelist is Amartya Sen who is got Nobel as an economist. Satthojit rey, the another Bengali who known as filem maker. He was award oskar as a first filem maker. the another fact is the bengali language is world second sweetest language after the France’s language. around 2.8 million people in the world talk of this language. the Bengali language is the mother language of Bengladesh's peoples. It also Indian state west Bengal and tripura's official language.
talking about Bengali people, meybe today’s Writing will not end.i'll say no more, here i will end. It was a short note about Bengali people. So if you love the bengali people visit this page. Thank you so much.
No comments:
Post a Comment
Do you have any doubt let me know